আমরা কাল শুরু করতে যাচ্ছি স্যার জেসি বোস সায়েন্স কন্টেস্ট সিজন ২। তাই কন্টেস্টের নীয়মনীতিগুলো একটু ঝালিয়ে নেয়া যাক।
১। কন্টেস্ট ২০ তারিখ সকাল ৯ টায় শুরু হবে, শেষ হবে ২৩ তারিখ রাত ৯ টায় শেষ হবে।
২। সময় শুরুর ৫ মিনিট আগেই প্রশ্নপত্রের পিডিএফ এবং ছবি গ্রুপে পোস্ট করা হবে।
৩। তোমরা প্রশ্ন দেখে উত্তর খাতায় সল্ভ করে আমাদের চারটি আইডির যেকোনো একটিতে পাঠাবে, তবে তোমার সব উত্তর একজনকেই পাঠাবে।
৪। উত্তর লেখার আগে প্রথম পৃষ্ঠায় অবশ্যই তোমার পূর্ণ নাম, স্কুলের নাম, শ্রেণি ও ক্যাটাগরি লিখতে হবে।
৫। প্রত্যেক পৃষ্ঠার উপরে বড় করে তোমার নাম আর পেইজ নাম্বার লিখবে। ৬। প্রত্যেক অংশ যেমন ফিজিক্স,কেমিস্ট্রি,বায়োলজি এর উত্তর লেখার আগে উপরে সেই অংশের নাম লিখবে। ৭। কারো সাহায্য নিতে পারবে না, সৎ থাকবে। ৮। ক্যালকুলেটর ব্যাবহার করতে পারবে। নিচের ৪ জনের একজনকে পাঠাবে তোমার উত্তর। Abu Bakar Siddik II Amlan Dey Avik Golam Kibria Tarafder Sadman Sakib Arnob বিস্তারিত ওয়েবসাইটে https://jcbssbd.wixsite.com/website
コメント