হ্যালো সবাইকে,
আমরা এখন আয়োজন করেছি "স্যার জেসি বোস সায়েন্স কন্টেস্ট: সিজন-২"। এই আয়োজনে আমরা আনন্দ নিয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের উপর কিছু সমস্যার সমাধান করব। হাতে সময় থাকবে দুই দিন। প্রব্লেম সেটিঙয়ে থাকবে বিভিন্ন অলিম্পিয়াডে পুরস্কারপ্রাপ্ত সদস্যরা।
২০ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে এই কন্টেস্ট। তোমাদের জন্য ৫ মিনিট আগেই প্রব্লেম সেট এর পিডিএফ আর ছবি আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/JCBSS/ ও আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে [https://jcbssbd.wixsite.com/website/] প্রকাশ করা হবে। পরবর্তীতে তোমরা প্রব্লেমগুলোর সমাধান করে তার ছবি তুলে ২৩ তারিখ রাত ৯ টার আগেই আমাদের প্রব্লেম সেটার প্যানেলের যেকোনও একজনকে ব্যক্তিগতভাবে মেসেজ করে দিবে। এর ভিত্তিতে আমরা ফলাফল ঘোষণা করব। কন্টেস্ট হবে দুই ক্যাটাগরিতে,
1. জুনিয়র [৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি]
2. সেকেন্ডারি [৯ম থেকে ১০ম শ্রেণি]
ক্যাটাগরি অনুযায়ী তোমরা এই প্রব্লেমগূলোর সল্ভ আমাদের কাছে পাঠাবে। প্রব্লেম সেটার প্যানেল :
• Abu Bakar Siddik • Amlan Dey Avik • Golam kibria Tarafder • Sadman Sakib Arnob
যেহেতু এটা একটা অনলাইন কন্টেস্ট, তাই এর কিছু বিশেষ নিয়মনীতি রয়েছে। এগুলো পরবর্তীতে গ্রুপে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আমরা তোমাদের সবার অংশগ্রহণ কামনা করি।
সময়সূচী এবং নিয়মনীতি যেকোন সময় পরিবর্তন করা হতে পারে।
Comments