top of page
Search
Writer's pictureSJCBSS

এক রোমহর্ষক অ্যাডভেঞ্চারের গল্প

বইয়ের নাম : The Alchemist(দ্য আলকেমিস্ট) লেখক : পাউলো কোয়েলহো প্রকাশকাল : ১৯৮৮ পার্সোনাল রেটিং :৯/১০


পৃথিবীতে প্রতিটি মানুষেরই কোনো না কোনো বিষয়ে সুতীব্র আকর্ষণ বা ভালোলাগা থাকে যার আরেক নাম প্যাশন।কিন্তু খুব কম মানুষই আছে যারা এই প্যাশনকে বাস্তবায়িত করে।এর মূল কারণ আমরা রিস্ক নিতে চাইনা।কিন্তু যারা রিস্ক এই প্যাশনকে বাস্তবায়িত করতে পারে তারা জীবনে সুখী হয়।আলকেমিস্ট উপন্যাসটিতেও এ ব্যাপারটি ফুটে উঠেছে।


সান্টিয়াগো নামের এক মেষপালককে নিয়ে এই কাহিনী।সে একদিন স্বপ্নে গুপ্তধন দেখতে পায়।এবং তার ইচ্ছাও জাগে সেই গুপ্তধনের সন্ধানে যাবে।কিন্তু পরক্ষণেই মনে পরে যে সে যদি ব্যর্থ হয়?কিন্তু তাও রিস্ক নিয়ে তার সব ভেড়া বিক্রি করে গুপ্তধনের সন্ধানে বের হয়। মাঝখানে তার সাথে একটি দুঃখজনক ঘটনা ঘটে কিন্তু তাও সে অবস্থা থেকে একসময় সে পরিত্রাণ পেয়ে আবার গুপ্তধনের সন্ধানে বের হয়। মাঝখানে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত সে কি গুপ্তধন পেতে পারবে? সে কি তার স্বপ্ন তথা প্যাশন বাস্তবায়ন করতে পারবে? জানতে হলে অবশ্যই পড়তে হবে পাউলো কোয়েলহোর বেস্টসেলার এই বইটি। তুমি যদি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাও এবং তোমার জীবন বদলাতে চাও তাহলে জলদি পড়ে ফেলো 'দ্য আলকেমিস্ট' রিভিউ দিতে ভুলোনা কিন্তু😁 #SJCBSS

রিভিউয়ারঃ নাবিন ফারহান

2 views0 comments

Recent Posts

See All

Sir JC Bose Science Contest Season 2 Question Paper

Click here to get problem sets. প্রশ্নে কোনো ভুল থাকলে বা বুঝতে অসুবিধা হলে আমাদের পেইজে [https://www.facebook.com/jcbose.ss/] মেসেজ দিয়ে...

স্যার জেসি বোস সায়েন্স কনটেস্ট নীতিমালা

আমরা কাল শুরু করতে যাচ্ছি স্যার জেসি বোস সায়েন্স কন্টেস্ট সিজন ২। তাই কন্টেস্টের নীয়মনীতিগুলো একটু ঝালিয়ে নেয়া যাক। ১। কন্টেস্ট ২০ তারিখ...

Comments


bottom of page