"Corona-Virus", "Home-quarantine" এই শব্দদুটি অন্যদের যেমনই লাগুক না কেনো, যাদের পুরস্কার পাওয়ার বাতিক আছে তাদের জন্য খুবই অপ্রত্যাশিত। মার্চ মাসে যেখানে সুযোগ ছিলো অনেক অনেক পুরস্কার জেতবার সেখানে সময় কাটাতে হয়েছে গৃহবন্দী হয়ে।। সেইজন্যই,এবার Sir JC Bose Science Society আয়োজন করছে Meme contest এর, যেখানে অংশ নিলে সুযোগ থাকছে পুরস্কার জিতে নেওয়ার, গৃহবন্দী সময়ে নিজের Creativity কে কাজে লাগিয়ে Meme তৈরী করে মানুষকে সচেতন করার, তাদের বিজ্ঞানমনষ্ক করে তোলার কিংবা বিজ্ঞানের জটিল বিষয় সহজে উপস্থাপন করে মানুষকে আনন্দ দেওয়ার। তাহলে আর দেরী কেন? আমাদের গ্রুপে এখনই আপলোড দাও তোমার বানানো বিজ্ঞানবিষয়ক বা সচেতনতামূলক কোনো Meme, তার আগে পড়ে নাও নিয়মগুলো।
Rules:
1)Meme হতে হবে বিজ্ঞান বিষয়ক কিংবা সচেতনতামূলক।
2) OC (Original content) Meme প্রাধান্য পাবে।
3) Collected বা stolen memes নেওয়া হবে..তবে stolen বা collected হলে তা অবশ্যই উল্লেখ করে দিতে হবে।
4) Watermark সহ Meme গ্রহণযোগ্য নয়, তবে OC Meme এ watermark ব্যবহার করা যেতে পারে।
5)#JCmeme লিখে পোস্ট করতে হবে।
6)একাধিক Meme গ্রহণযোগ্য।
Meme Contest শুরু হবে 1st April, চলবে 9th April পর্যন্ত।
ধন্যবাদ।
বি:দ্র : বাসায় থাকুন।দরকারি কাজ ছাড়া বাইরে বের হওয়া পরিহার করুন। মাস্ক এবং স্যানিটাইজার ব্যাবহার করুন।করোনা প্রতিরোধে সকল উপদেশ মেনে চলুন।
Comments